০১:১১ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে রামগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার ৩১ নেতাকর্মীর জামিন

  • আপডেট: ০৪:০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
  • 7766

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নে ভোটকেন্দ্রে সহিংসতার উদ্দেশ্যে জড়ো হওয়ায় অস্ত্রসহ গ্রেফতার ৩১ নেতাকর্মীর জামিন দিয়েছে আদালত। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম তাদের জামিন মঞ্জুর করেন।

আসামিদের আইনজীবী রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না বলেন, ১৮ দিন আসামিরা কারাগারে ছিলেন। তাদের কাছে কোন অস্ত্র পাওয়া না গেলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে মামলায় জড়ানো হয়েছে। আবেদনের প্রেক্ষিতে বিচারক তাদেরকে জামিন দেন।

গ্রেফতারকৃত হলেন রামগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক শাহ আলম সিদ্দিকী জীবন ও ছাত্রলীগ নেতা পিজুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উপজেলার বিভিন্ন এলাকার নেতাকর্মী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ২৮ নভেম্বর ভাদুর ইউনিয়নসহ রামগঞ্জের ১০টি ইউনিয়নে ভোট হয়। ভোটের আগেরদিন রাতে ইউনিয়নের মদ্য ভাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশের যুগী বাড়িতে বহিরাগতরা স্বশস্ত্র অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও পুলিশ ওই বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে। এসময় বাড়ির একটি বাসা থেকে দেশীয় অস্ত্রসহ ৩১ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি এলজি, চারটি চাপাতি, একটি চুরি, বেশ কয়েকটি ককটেল ও দেশীয় তৈরি বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ২৮ নভেম্বর র‌্যাবের দায়েরকৃত মামলায় তাদেরকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নৌকার প্রার্থী জাবেদ হোসেনের পক্ষে ভোটকেন্দ্র দখল ও নাশকতার উদ্দেশ্যে তারা ওই বাড়িতে অবস্থান নেয়। এরমধ্যে ৫ জন ছাত্র কারাগারে থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ভোটকেন্দ্রে সহিংসতার উদ্দেশ্যে ওই ৩১ জন একটি বাড়িতে জড়ো হয়েছিল। গ্রেফতারের পরদিন তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে পৃথক দুটি এজাহার দাখিল করা হয়।

Tag :

১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি —-শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

লক্ষ্মীপুরে রামগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার ৩১ নেতাকর্মীর জামিন

আপডেট: ০৪:০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নে ভোটকেন্দ্রে সহিংসতার উদ্দেশ্যে জড়ো হওয়ায় অস্ত্রসহ গ্রেফতার ৩১ নেতাকর্মীর জামিন দিয়েছে আদালত। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম তাদের জামিন মঞ্জুর করেন।

আসামিদের আইনজীবী রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না বলেন, ১৮ দিন আসামিরা কারাগারে ছিলেন। তাদের কাছে কোন অস্ত্র পাওয়া না গেলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে মামলায় জড়ানো হয়েছে। আবেদনের প্রেক্ষিতে বিচারক তাদেরকে জামিন দেন।

গ্রেফতারকৃত হলেন রামগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক শাহ আলম সিদ্দিকী জীবন ও ছাত্রলীগ নেতা পিজুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উপজেলার বিভিন্ন এলাকার নেতাকর্মী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ২৮ নভেম্বর ভাদুর ইউনিয়নসহ রামগঞ্জের ১০টি ইউনিয়নে ভোট হয়। ভোটের আগেরদিন রাতে ইউনিয়নের মদ্য ভাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশের যুগী বাড়িতে বহিরাগতরা স্বশস্ত্র অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও পুলিশ ওই বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে। এসময় বাড়ির একটি বাসা থেকে দেশীয় অস্ত্রসহ ৩১ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি এলজি, চারটি চাপাতি, একটি চুরি, বেশ কয়েকটি ককটেল ও দেশীয় তৈরি বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ২৮ নভেম্বর র‌্যাবের দায়েরকৃত মামলায় তাদেরকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নৌকার প্রার্থী জাবেদ হোসেনের পক্ষে ভোটকেন্দ্র দখল ও নাশকতার উদ্দেশ্যে তারা ওই বাড়িতে অবস্থান নেয়। এরমধ্যে ৫ জন ছাত্র কারাগারে থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ভোটকেন্দ্রে সহিংসতার উদ্দেশ্যে ওই ৩১ জন একটি বাড়িতে জড়ো হয়েছিল। গ্রেফতারের পরদিন তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে পৃথক দুটি এজাহার দাখিল করা হয়।