বিজয়ের আলো ডেস্ক:
লক্ষ্মীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াসহ কাউন্সিলররা শপথ বাক্য পাঠ করেছেন।

রোববার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি এ শপথ বাক্য পাঠ করান। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

জানা গেছে, গত ২৮ নভেম্বর লক্ষ্মীপুর পৌর নির্বাচনে প্রায় ৩৭ হাজার ভোট পেয়ে মাসুম ভূঁইয়া মেয়র নির্বাচিত হন। ৫ ডিসেম্বর মেয়র, ১৫ জন কাউন্সিলর ও সংরক্ষিত পাঁচজন কাউন্সিলরের নামের গেজেট প্রকাশ হয়। ৭ ডিসেম্বর তাদের শপথ নেওয়ার জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. দেলোয়ার হোসেন চিঠি পাঠান।

পৌর মেয়র মাসুম ভূঁইয়া জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পেশায় একজন সফল ব্যবসায়ী।