জাতীয়, জেলার খবর, শিক্ষাঙ্গন | তারিখঃ December 2nd, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 2151 বার
বিজয়ের আলো ডেস্ক:
আগামী বছরের মাঝামাঝি ২০২২ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন।
তিনি বলেন, এ বছর যেমন নভেম্বর-ডিসেম্বরে এ দুই পরীক্ষা নিতে হচ্ছে, যেভাবে করোনার সংক্রমণ মোকাবিলা করা সম্ভব হয়েছে, তাতে আগামী বছরের পরীক্ষা এত দেরিতে হবে না। তার আগেই নেওয়া যাবে। তবে বছরের প্রথম ভাগে হয়তো পরীক্ষা হবে না। বছরের মাঝামাঝিতে হতে পারে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাতে প্রশ্ন ফাঁসের সুযোগ নেই বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, যারাই গুজব ছড়ানোর জন্য কিংবা প্রশ্নপত্র ফাঁসের মতো অনৈতিকতার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকবে, ধরা পড়লে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। সে পরীক্ষার্থী হোক বা অন্য যে কেউ হোক।
Leave a Reply