জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ December 1st, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 2214 বার
বিজয়ের আলো ডেস্ক:
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে লক্ষ্মীপুরের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পতাকা প্রদক্ষিণ র্যালি করেছে।
বুধবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা আনসার ক্যাম্প থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে ক্যাম্প মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আনসার ও ভিডিপি জেলা কমান্ডার জে এম ইমরানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ডাকে অন্যান্য বাহিনীর সাথে মুক্তিযুদ্ধে আনসার বাহিনীও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সততা ও নিষ্ঠার সাথে আনসার বাহিনী কাজ করছে। গ্রাম প্রতিরক্ষাসহ সরকারের বিভিন্ন নির্দেশনায় এ বাহিনী নিরলসভাবে কাজ করছে।
Leave a Reply