বিজয়ের আলো ডেস্ক :
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন পালপাড়া ডি,এম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার উৎসব মূখর পরিবেশের মধ্যদিয়ে সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশ্রাফুল ইসলাম নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। অত্র বিদ্যালয় ভোটার সংখ্যা ৫৯৪ জন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, দাতা সদস্য নির্বাচিত হন এ,কে,এম ফখরুল ইসলাম (পেয়ারু), শিক্ষক প্রতিনিধি মো. তমিজ উদ্দিন, শ্যামল চন্দ্র দে, পারভীন আক্তার।

বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষে ভোট গণনা শুরু হয়। এরপর ফলাফল ঘোষণা করেন, প্রিসাইডিং অফিসার মো. আশ্রাফুল ইসলাম।

উক্ত নির্বাচনে পুরুষ অভিভাবক পদে ১০জন ও মহিলা অভিভাবক পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

তার মধ্যে মো. সোলায়মান, আবদুর রহিম, মো. জিল্লুর রহিম, আবুল হোসেন ও রেহানা আক্তার নির্বাচিত হন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী তফাজ্জল হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে এবং উৎসবমূখর পরিবেশে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী প্রার্থীরা বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান ও সার্বিক উন্নয়নে নিজেদের আত্মনিয়োগ করবেন বলে প্রত্যাশা।