জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ November 27th, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 1856 বার
বিজয়ের আলো ডেস্ক:
লক্ষ্মীপুর পৌরসভা, রায়পুর ও রামগঞ্জ উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে।
শনিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে স্ব স্ব উপজেলা পরিষদ ও লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেওয়া হয়।
শুক্রবার মধ্যরাতে শেষ হয় নির্বাচনী প্রচার প্রচারনা। রোববার সকাল ৮টা থেকে লক্ষ্মীপুর পৌরসভা ও রামগঞ্জের দুইটি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হবে। বাকি ইউপিতে ভোট হবে ব্যালট পেপারে।
নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, ভোট নেয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করছি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হবে।
Leave a Reply