জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ November 21st, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 2085 বার
লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে অস্ত্রের মুখে এক মাদরাসা শিক্ষার্থীকে অপহরণের চেষ্টাকালে ৫ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে জেলার সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দাসের দিঘির পাড় থেকে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউয়িনের বসুদুহিতা গ্রামের মো. আলীর পুত্র মো. রাসেল (২২), দেওপাড়া গ্রামের সামছুল হুদার পুত্র রবিউল আলম (১৯), নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত মাহফুজুর রহমানের পুত্র মো. আরিফ (২৪), মো. হায়দারের পুত্র মো. শাওন (২০) ও শহীদুল ইসলামের পুত্র মোরশেদ আলম (২৪)।
অপহৃতার শিকার ১৪ বছরের কিশোরী স্থানীয় রাজাপুর ফাতিহা মোহম্মদীয়া দাখিল মাদরাসার নবম শ্রেণীর শিক্ষার্থী। সে চরশাহীর দক্ষিণ নুরুল্যাপুর গ্রামের কৃষক মো. আলাউদ্দিনের মেয়ে।
চরশাহী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) ইব্রাহিম হোসেন বাবলু বলেন, তিনটি সিএনজি অটোরিক্সা যোগে প্রায় ১৫ জন অজ্ঞাত লোক অস্ত্রেরমূখে জিম্মি করে কিশোরীকল নিয়ে যায়।
পরে প্রতিবেশীদের সাথে নিয়ে তাদের পেছনে ধাওয়া করে বাড়ির থেকে প্রায় ৩ কিলামিটার দূরে দাসের দিঘিরপাড় এলাকায় স্থানীয়দের সহযোগীতায় একটি সিএনজিকে আটক করতে সক্ষম হয়। সেখান থেকে তার মেয়েকে উদ্ধার করা হয়েছে।
একটি সিএনজি আটক করা সম্ভব হয়েছে। ওই সিএনজিতে মেয়ে এবং ৫জন অপহরণকারী ছিলো। তাৎক্ষণিক পুলিশে খবর দিলে পুলিশ তাদের আটক করে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক জানান, এক কিশোরী মেয়েকে অপহরণ করে নিয়ে যাবার সময় ৫ জন অপহরণকারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি পাইপগান ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। এব্যাপার অপহরন ও অস্ত্র আইনে মামলা হয়েছে।
Leave a Reply