বিজয়ের আলো ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে লক্ষ্মীপুরে গণঅনশন কর্মসুচী পালন করছেন দলের নেতাকর্মীরা। শনিবার (২০ নভেম্বর) সকালে জেলা বিএনপি সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুর বাস ভবনের সামনে এ কর্মসুচি পালন করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এড. সৈয়দ শামছুল আলম, বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ন আহবায়ক এড. হাছিবুর রহমান হাছিব, সদস্য আবুল খায়ের ভুইয়া, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, এড. হাফিজুর রহমান, এড. হারুনুর রশিদ ব্যাপারি, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

বক্তারা বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রেখেছে সরকার। তাকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা না করে তিলে তিলে হত্যার চেষ্টা করা হচ্ছে। অনতিবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির দাবি জানান তারা।