তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা,মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় বিভিন্ন ফার্মেসীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। (১৬ নভেম্বর) মঙ্গলবার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে বিভিন্ন ফার্মেসীতে ঔষধ আইন ১৯৪০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।

এসময় ঔষধগুলো যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ না করা, আনরেজিস্টার্ড ঔষধ রাখায় ও লাইসেন্স নবায়ন না থাকায় বিভিন্ন ফার্মেসীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগীতা করেন ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা, ঔষধ প্রশাসন অধিদপ্তর, মৌলভীবাজার এবং বড়লেখা থানা পুলিশ।