নোয়াখালী প্রতিনিধি:
২য় ধাপে ইউপি নির্বাচনে নোয়াখালী বেগমগঞ্জের ১২ নং কুতুবপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদে প্রার্থী মো. কামাল হোসেনের সমর্থনে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৫ টায় স্থানীয় বটতলা এলাকার দলীয় কার্যালয় সংলগ্ন মাঠে এক উঠান বৈঠক জনসমাবেশে রুপান্তরিত হয়। সমাবেশে হাজার হাজার নারী পুরুষ সমবেত হয়। এ সময় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ সাবেক চেয়ারম্যান কামাল হোসেনের সমর্থনে বক্তব্য রাখেন।
সমাবেশে কর্মীরা বলেন, কামাল ইউনিয়নে বিগত সময়ে অত্যন্ত সততা, ন্যায়বিচার ও গণমানুষের আস্থভাজন হিসেবেই কাজ করেছেন। তিনি ইউনিয়নের সর্বস্তরের জনমানুষের উন্নয়নের পক্ষে কাজ করেছেন বলেই পরপর চারবারই রাষ্ট্র তাঁকে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণ পদক প্রদান করেছেন। সমাবেশে সমবেত নারীরা জানান, তারা আগামী ১১ নভেম্বর কামাল হোসেনকে টেলিফোন মার্কায় ভোট দিয়ে জয়ের মালা নিয়েই ঘরে ফিরবেন।
তারা দৃঢ়তার সাথে বলেন, তারা ভোটকেন্দ্রে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাই আশা করেনে। এর যে কোন ব্যত্যয়ে তথা যে কোন ধরনের অন্যায়, অনিয়ম ও বিশৃঙ্খলা প্রতিহত করে একটি অবাধ, নিরপেক্ষে ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে নিজেদের জীবনবাজি রাখবেন। তারা আরো বলেন, কামাল চেয়ারম্যান থাকাকালীন এলাকায় শতাধিক রাস্তা ঘাট পাকাকরণ, পুল কালভার্ট সংস্কারসহ ব্যাপক উন্নয়ন করে ভোটারদের হৃদয়ে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন। তিনি এলাকায় সালিশ, বিচার ও সরকারী অন্যান্য সুযোগ সুবিধাসমূহ গরীব ও অসহায় মানুষের মাঝে সঠিকভাবে বিতরণ করে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
স্থানীয়রা জানান, ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো সফল ও সততার প্রতিক কামাল হোসেনেকে চেয়ারম্যান পদে নির্বাচিত করা সময়ের প্রয়োজনে অনেক বেশি জরুরী।
কামাল হোসেন তার বক্তব্যে বলেন, আমি জনগনের জন্যই নির্বাচন করছি। জনগনের শতভাগ চাহিদা পুরন করে এ ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়নে পরিনত করবো। উন্নয়নের ধারাবাহিকতায় যে সমস্ত কাজ বাকি আছি ইনশাল্লাহ সেসব কাজ সম্পন্ন করবো। আমার ব্যক্তিগত কো ছাহিদা নাই আমার একটাই ছাহিদা এ এলাকার মানুষ শান্তিতে বসবাস করবে। তিনি প্রশাসনের কাছে একটি সুষ্ঠ নিঅবাচন দাবী করেন।
উল্লেখ্য, কামাল হোসেন বিগত নির্বাচনে বাংলােদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিকে নির্বাচন করে বিপুল ভোটে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনী তফসিলের দ্ধিতীয় দাপে ১১ নভেম্বর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর, শরিফপুর, রাজগঞ্জ, ছয়ানি, আলাইয়াপুর, গোপালপুর, মিরওয়ারিশপুর, নাজিরপুর, বেগমগঞ্জ, দূর্গাপুর, কুতুবপুরসহ সর্বমোট ১৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
Leave a Reply