বিজয়ের আলো ডেস্ক: “মুজিববর্ষে শপথ করি দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে পালিত হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১
উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশনে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

অনুষ্ঠানে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. লিটন আহম্মেদ এর সভাপত্বিতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, এনডিসি মো. মকবুল হোসেন, লক্ষ্মীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনার সময় উদ্ধার কার্যক্রম ও অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শন করেন। এ বছর ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ৪ দিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১ পলিত হবে।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে এখন রোল মডেল। দুর্যোগ-দুর্ঘটনায় জীবন ও সম্পদ রক্ষার মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। অধিদপ্তরের সেবাধর্মী কাজের সঙ্গে জনসম্পৃক্ততা নিশ্চিতকরণ ও জনসচেতনতা বাড়ানোই ফায়ার সার্ভিস সপ্তাহের মূল লক্ষ্য হওয়া উচিৎ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা নতুন উদ্যমে সাহস, দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।