বিজয়ের আলো ডেস্ক:
শীতের শুরুতে পৌর নির্বাচন লক্ষ্মীপুরে ছড়িয়েছে উত্তাপ। শুরু হয়েছে উৎসবের আমেজ। মনোনয়নপত্র জমার শেষদিন দলীয় মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা শান্তিপূর্ণভাবে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে জেলা নির্বাচন অফিসারের কাছে তারা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় দলীয় নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক নিয়ে নির্বাচন অফিসের সামনে জমায়েত হন। পরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দীনের নিকট মনোনয়ন পত্র জমাদেন তিনি। দল থেকে তিনি প্রথমবারে মতো মনোনয়ন পেয়েছেন।

এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বদরুল আলম মাহমুদ, জাকিরুল আল মামুন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জহির উদ্দিন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মোহাম্মদ আবদুর রহিম, স্বতন্ত্র শাহেলা শারমিন মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এ ছাড়া পৌরসভার ১৫টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৯৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২০জন তাদের মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমাদানের পর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, আমাকে দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি এই পৌরসভার মানুষ প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখে আগামী ২৮ তারিখের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।

দলের বিপক্ষে গিয়ে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন আশা করি মনোনয়নপত্র প্রত্যাহারের দিন দলের প্রতি আস্থারেখে তারা মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিবেন। মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া নির্বাচনে জয়ের জন্য পৌরবাসীর সহায়তা ও দোয়া কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহিম, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট আবুল বাসান, মনির হোসেন চৌধুরী, মো. আবদুল মতলব, ফরিদা ইয়াসমিন লিকা, এডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, ইসমাইল হোসেন চৌধুরী, এডভোকেট জহির উদ্দিন মাহমুদ বাবর, সৈয়দ সাইফুল ইসলাম পলাশ, নজরুল ইসলাম ভূলু প্রমুখ।

প্রসঙ্গত, আগামী ৪ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও ২৮ নভেম্বর ইভিএম এর মাধ্যমে এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।