জাতীয়, জেলার খবর, ঢাকা বিভাগ | তারিখঃ October 31st, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 1726 বার
বিজয়ের আলো ডেস্ক: ১২-১৭ বছর বয়সী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের করোনার টিকাদান শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১ নভেম্বরে)।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সোমবার সকাল সাড়ে ৯টায় মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এই কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রাজধানীর যে শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে সেগুলো হলো- হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ, কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল, মিরপুর স্কলিস্টিকা স্কুল।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে উদ্বোধনের পরের দিন থেকে বাকিগুলাতে টিকা দেওয়া শুরু করার কথা রয়েছে।
কোনো শিশু অসুস্থ হলে তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, পুলিশ হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে।
Leave a Reply