লক্ষ্মীপুর :
“মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এ শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও উদযাপন করা হয়েছে কমিউনিটি পুলিশি ডে-২০২১।

লক্ষ্মীপুর সদর মডেল থানা,চন্দ্রগঞ্জ থানা, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমল নগর থানায় একযোগে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৩০ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর জেলা কমিউনিটি পুলিশিং এর উদ্যেগে মডেল থানার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে টাউন-হলে আলোচনা সভায় মিলিত হয়।

এতে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর -৩ (সদর) আসনের সংসদ সদস্য এ.কে.এম মো.শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য এড.নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, সদর মডেল থানার ওসি মো. জসিম উদ্দিন সহ সর্বস্তরের কয়েকশত মানুষ র্যালীতে অংশ নেন।

চন্দ্রগঞ্জ,,,,,
এদিকে শনিবার সকালে চন্দ্রগঞ্জ থানা প্রাঙ্গণে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান পিপিএম।

চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক সফিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং সেলের সভাপতি মোঃ বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম শ্যামল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মোঃ জোবায়েদ আলী, জেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মুনচুর আহাম্মদ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, চন্দ্রগঞ্জ থানা পুলিশ -পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহাম্মদ, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, কমিউনিটি পুলিশিং চন্দ্রগঞ্জ সেলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

আলোচনা সভার আগে অতিথিগণ কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী ও কেক কাটেন।