জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ October 25th, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 2358 বার
বিজয়ের আলো ডেস্ক: লক্ষ্মীপুর সদর পৌরসভার নতুন নৌকার প্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়েছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে তাকে সংবর্ধনা দেওয়া হয়৷ লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগসহ অঙ্গসংগঠের ব্যানারে শহরের উত্তর তেমুহনি এলাকায় এ আয়োজন করা হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম আলাউদ্দিন, লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবুল বাশার, হুমায়ুন কবির পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, আবদুল মতলব, রাসেল মাহমুদ মান্না ও যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু প্রমুখ।
প্রার্থী মাসুম ভূঁইয়া জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন। ২৮ নভেম্বর নৌকার বিজয়ের লক্ষ্যে সবাই ভোট কেন্দ্রে এসে ভোট দেবেন। বিপুল ভোটে বিজয় নিয়ে এ পৌরসভা প্রধানমন্ত্রীকে উপহার দেবো। মেয়র নির্বাচিত হয়ে সবসময় পৌরবাসীর দুঃখ লাঘবে আমি কাজ করবো।
প্রসঙ্গত, জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় মেয়র প্রার্থীর নামের তালিকা চূড়ান্ত করা হয়। এতে জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। লক্ষ্মীপুর পৌরসভার বর্তমান মেয়র আবু তাহের এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইলেও পাননি। আগামি ২৮ নভেম্বর লক্ষ্মীপুর পৌরসভার নির্বাচন হবে।
Leave a Reply