সুইটি আক্তার, মাদারীপুর:
মাদারীপুর সদর স্বাস্থ্য বিভাগের উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম,জন্মদিন উপলক্ষে ৭৫’লক্ষ জন সাধারণ কে কোভিড ১৯’ টিকাদান আওতায় আনা হবে,
সরকার ঘোষিত কোভিড ১৯টিকাদান কার্যক্রম ২০২১- বৃহস্পতিবার মাদারীপুর সদর স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে ভূইয়া কমিউনিটি সেন্টার, মন্টু ভূইয়া সড়ক বাদাম তলা অনুষ্ঠিত হয়েছে।

এসময় মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা মোঃ ইকরাম হোসেন বলেন, বাংলাদেশ সরকার ঘোষিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম, জন্মদিন উপলক্ষে করোনা ভাইরাস সংক্রমণ রোধে ৭৫’লক্ষ সাধারণ জনগণ কে কোভিড ১৯’ টিকাদান আওতায় আনা হবে,
আমরা মাদারীপুর সদর সিভিল সার্জন ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম (তুষার) ভূইয়া, স্বপ্ন সবুজ বাংলাদেশ, বিডি ক্লিনিক সেচ্ছাসেবী সংগঠন সহ সকলের সহযোগিতায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে কোভিড ১৯’ টিকাদান কার্যক্রমে এ পযন্ত ২০’ হাজারের বেশি সাধারণ জনগণ কে কোভিড ১৯’ টিকাদান করতে পেরেছি।

এছাড়া মাদারীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম (তুষার) ভূইয়া বলেন, বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধে কোভিড ১৯’ টিকা দেওয়া থেকে মাদারীপুর জেলার একজন মানুষ বাদ না পড়ে আমরা এই কোভিড ১৯’ টিকাদান কর্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবো এবং গ্রাম গঞ্জের মানুষদের ও টিকা নিতে উৎসাহিত করে তুলবো।
তাই উক্ত টিকাদান কার্যক্রম কর্মসূচিতে টিকা নিতে আশা সাধারণ জনগণ কে বিনামূল্যে দেওয়া হয়েছে ১টি করে রবি সিম উপহার দেন মাদারীপুর স্বাস্থ্য বিভাগ।