জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ September 28th, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 1580 বার
রাসেল ফরহাদ,রায়পুর(লক্ষ্মীপুর):
লক্ষীপুর জেলা পরিষদে মিলাদ, দোয়া ও কেক কেটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহানের সভাপতিত্বে, উক্ত জন্মদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দীন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর সদর পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের। আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা এডভোকেটট রাসেল মাহমুদ মান্না, জেলা পরিষদ সদস্য ফরিদা ইয়াসমিন লিকা, শাখাওয়াত হোসেন আরিফ, মামুন বিন জাকারিয়া প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কুল প্রদীপ চাকমা।
এদিকে লক্ষ্মীপুরের রায়পুরে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছে রায়পুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ । মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রায়পুর উপজেলা আওয়ামী লীগের ভাঃ সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন নেতাকর্মীরা।
রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী ইসমাইল খোকনের সঞ্চালনায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ।
জন্মদিন পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর পৌরসভার মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাট, সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান , রায়পুর পৌর আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ, সাবেক ছাত্রলীগ নেতা চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, কৌশিক আহমেদ সোহেল, মামুন বিন জাকারিয়া, শাকিল চৌধুরী, আলী হায়দার রাসেল পাঠান, সহ রায়পুর পৌরসভার কাউন্সিলর সহ উপজেলা ও পৌর নেতাকর্মীরা।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনা জনগণের আস্থার প্রতিক। দেশের ক্রান্তিলগ্নে বঙ্গবন্ধুর মতো তিনিও জনগণের পাশে দাঁড়িয়ে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন। তার হাত ধরেই অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ।
Leave a Reply