সালমা হক রিয়া,নোয়াখালী:
নােয়াখালী সদর উপজেলার নােয়ান্নই ইউনিয়নে পবিত্র ধর্মগ্রন্থ আল – কুরআনকে অবমাননার দায়ে টোটন সাহা ( ৩৫ ) নামের এক যুবককে আটক করেছে পুলিশ ।
রােববার সকাল ১১ টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর গ্রাম থেকে স্থানীয় জনতা ওই যুবককে আটকের পর পুলিশের কাছে সােপর্দ করে । আটককৃত টোটন সাহা রামকৃষ্ণপুর গ্রামের হারাধন সাহার ছেলে ।

টোটন সাহার স্ত্রী ইয়াসমিন আক্তার জানান , ২০১১ সালে তথ্য গােপন করে ইসলামি শরিয়াহ মােতাবেক তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন টোটন সাহা । বিয়ের এক বছর পর তিনি জানতে পারেন তার স্বামী হিন্দু ধর্মের অনুসারী । পরে স্ত্রীর ইয়াসমিনের কাছে ক্ষমা চেয়ে টোটন সাহা ইসলাম ধর্ম গ্রহণ করে পরিস্থিতি শান্ত করেন । কিন্তু পরবর্তীতে টোটন সাহা স্ত্রী ইয়াসমিনকে হিন্দু ধর্ম পালনে চাপ প্রয়ােগ করলে শুরু হয় তাদের দাম্পত্য জীবনে কলহ । নিজ ধর্ম ইসলাম পালন করতে গিয়ে একাধিকবার স্বামীর নির্যাতনের শিকারও হন ইয়াসমিন আক্তার । রােববার ভাের রাতে ফজর নামাজ শেষে কুরআন শরীফ পাঠ করছেন ইয়াসমিন আক্তার । এসময় কোন কিছু বুঝে উঠার আগেই টোটন সাহা স্ত্রী ইয়াসমিন আক্তারের সামনে থেকে জোরপূর্বক পবিত্র ধর্মগ্রন্থ আল – কুরআন , তসবিহ ও নামাজের জায়নামাজ ছিনিয়ে নিয়ে পুকুরের পানিতে পেলে দেয় । পরে ইয়াসমিন আক্তারের শাের – চিৎকারে স্থানীয় লােকজন গিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত টোটন সাহাকে আটক করে সুধারাম থানায় খবর দিয়ে পুলিশে সাের্পদ করে ।

ইয়াসমিন আক্তার জেলার সুবর্ণচর উপজেলার আবদুল মতিনের মেয়ে । নােয়ান্নই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মােবারক হােসেন বলেন , পবিত্র ধর্মগ্রন্থ আল – কুরআনকে অবমাননা খুবই দুঃখজনক । এ ঘৃণিত কাজের জন্য টোটন সাহাকে দেশের প্রচলিত আইনে শাস্তি প্রদান করা হােক । তার শাস্তি দেখে যেন ত উ ধর্ম নিয়ে এমন অন্যায় কাজ করার সাহস না পায়।

সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান।