লক্ষ্মীপুর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দুই হাজার মানুষের জন্য মধ্যহৃ ভোজের আয়োজন করেন এবং সুশৃংখলভাবে রান্না করা খাবার খাওয়ান লক্ষ্মীপুর পৌর সভার আগামী নির্বাচনে দল মনেনীত অন্যতম মেয়র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মে হায়দার মাসুম ভুঁইয়া ।
১৫ আগষ্ট রবিবার দুপুর পৌরসভার ৬নং ওয়ার্ডে কামাল উদ্দিন ভূঁইয়ার প্রজন্ম মাসুম ভুঁইয়ার নিজ বাসভবনে পৌর সভার ১৫টি ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের প্রায় দুই হাজার নেতা-কর্মী ও দুস্থ পরিবারের জন্য এই মধ্যহৃ ভোজের আয়োজন করেন।
মধ্যাহৃ ভোজ পূর্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল, জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হোসেন মিলন,এড. নুরুল হুদা পাটওয়ারী, মোঃ দেলোয়ার হোসেন, আব্দুল মতলব, এ্যাডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, পৌর আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, সাধারন সম্পাদক এড. জহির উদ্দিন বাবর, জেলা ছাত্রলীগ সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ভুলু, জেলা শ্রমিক লীগ ১ম যুগ্ম আহ্বায়ক ইউসুফ পাটোয়ারী, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সদস্য আশ্রাফুল আলম, জেলা ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলু প্রমুখ। এসময় জেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিটের আওয়ামীলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামীলীগ কর্তৃক কেন্দ্রীয় আওয়ামীলীগের নিকট লক্ষ্মীপুর পৌরসভার মেয়র পদে নৌকা প্রতীক প্রত্যাশীদের তালিকায় ১ নাম্বারে নাম থাকা তৃণমূল নেতাকর্মীদের আস্থার ঠিকানা পৌর মেয়র প্রার্থী মাসুম ভৃঁইয়া জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পৌরসভার ১৫টি ওয়ার্ডের প্রত্যেক ইউনিটের নেতাকর্মী ও সাধারণ দুস্থ মানুষের জন্য এই খাবার আয়োজন করা হয়েছে।পৌরবাসীর সুখে দু:খে অতীতেও ছিলেন এবং আগামী দিনেও থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।