জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ August 14th, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 867 বার
রামগঞ্জ, লক্ষ্মীপুর থেকে: লক্ষ্মীপুরের রামগঞ্জে টিসিবি পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগে মোঃ স্বপন নামের এক ব্যবসায়িকে আটক করা হয়েছে। এসময় টিসিবির পণ্য মুসুর ডাল ১০০ কেজি (দুই বস্ত) ও ২০৮ লিটার তৈল জব্দ করা হয়। সে রামগঞ্জ উপজেলার পানপাড়া বাজারের মেসার্স পাটওয়ারী স্টোরের মালিক।
শুক্রবার রাত ১১ টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশের সহযোগিতা তাকে আটক করে।
এনএসআই কর্মকর্তারা জানান, মের্সাস পাটোয়ারি স্টোর এর মালিক স্বপন গত (১২ আগস্ট) ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা থেকে টিসিবি পন্য চিনি, ডাল, মসুরডাল সংগ্রহ করে (বরাদ্দকৃত পন্য জন সাধারনের নিকট বিক্রয় করতে হবে)। কিন্তু তিনি অল্প পরিমানে পন্য জন সাধারণ নিকট বিক্রয় করে বাকী টিসিবি পণ্য বিক্রয় না করে দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাত দেখিয়ে, মুদ্রি দোকান, হোটেল রাতের অন্ধকারে বিক্রয় করে দেওয়ার অভিযোগ রয়েছে।
তারই সূত্র ধরে জেলা এনএসআই গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুরের রামগঞ্জ সড়কের মিরগঞ্জ বাজারের ১ টি মুদি দোকান ও ২টি দোকানের গোডাউনে অভিযান চালিয়ে টিসিবির পণ্য ১০০ কেজি মুসুর ডাল ও ২০৮ লিটার তৈল জব্দ করে।
এরপর রাত ১টার দিকে রামগঞ্জ উপজেলার পানপাড়া বাজার স্বপ্নের বসতঘর থেকে পুলিশের সহযোগিতার তাকে আটক করা হয়।
Leave a Reply