জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ August 6th, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 1532 বার
রাসেল ফরহাদ,রায়পুর,লক্ষ্মীপুর থেকে:
লক্ষ্মীপুরে দুইশত টাকার নোটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মানহানীকর ব্যাঙ্গচিত্র নির্মাণ করে, তা ফেসবুকে প্রচারকারী যুবককে ডিজিট্যাল নিরাপত্তা আইনে আটক করেছে রায়পুর থানা পুলিশ।
এজাহার সূত্রে জানাযায়, শুক্রবার সকালে রায়পুর পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ জনৈক শাহীন ভূঁইয়ার লিখিত অভিযোগের প্রেক্ষিতে ডিজিট্যাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২১(২) ধারায় জাতির পিতার প্রতি অসম্মান প্রদর্শনের অপরাধে মামলা দায়ের করলে ওসি আব্দুল জলিল বিষয়টি তদন্ত করে মামলা রুজ্জু ও অভিযুক্তকে আটক করে।
আটককৃত যুবকের নাম আমিরুল ইসলাম জনি (২৪), সে ৪নং সোনাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ নূর মিয়া হাফেজ সাহেবের বাড়ির শাহজাহানের ছেলে।রায়পুর থানার ওসি আব্দুল জলিল জানান, আটককৃত যুবক দুইশত টাকার নোটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মানহানীকর ব্যাঙ্গচিত্রের টিকটক ভিডিও নির্মাণ করে তা ফেসবুকে প্রচার করে, ডিজিট্যাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২১(২) ধারায় জাতির পিতার প্রতি অসম্মান প্রদর্শনের অপরাধ করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply