মোঃ হুমায়ন কবির মানিক,কুমিল্রা থেকে:
দৈনিক নয়া দিগন্ত কুমিল্লার লাকসাম সংবাদদাতা এবং লাকসাম প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মিজানুর রশিদের পিতা বিশিষ্ট শিক্ষাবিদ এবং সামাজিক উদ্যোক্তা আলহাজ্ব এ টি এম আবদুল্যাহ আর নেই। আজ ৪ আগষ্ট ২০২১ইং রোজ বুধবার সকাল সাড়ে ৭টায় মিনিটে বাধ্যক্য জনিত কারনে শহরের পশ্চিমগাঁও¯’ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
অসামান্য প্রতিভার অধিকারী শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব এ টি এম আবদুল্যাহ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত শয্যাশয়ী ছিলেন। আজ বুধবার বাদ জোহর লাকসাম উপজেলা পরিষদ চত্ত্বরে প্রথম এবং মরহুমের নিজ হাতে প্রতিষ্ঠিত মনোহরগঞ্জ উপজেলার হাজীপুরা বালিকা দাখিল মাদরাসা মাঠে বাদ আসর দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবর¯’ানে তাকে দাফন করা হবে।
শিক্ষাবিদ এবং সামাজিক উদ্যোক্তা আলহাজ্ব এ টি এম আবদুল্যাহ ১৯৪৭ সালের ১ ফেব্রুয়ারী কুমিল্লার মনোহরগঞ্জ সাবেক লাকসাম উপজেলার হাজীপুরা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি চার ছেলে ও দুই মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সরকারী চাকুরী জীবনে তিনি পাবনা, ময়মনসিংহ, জামালপুর, কুমিল্লাসহ বিভিন্ন জেলায় চাকুরী শেষে লাকসাম উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী হিসেবে কর্মরত থেকে ২০০৪ সালের ১৫ ফেব্রুয়ারী স্বে”ছায় অবসর গ্রহন করেন। সরকারী চাকুরীর পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কাজে অংশ নেন। সরকারী চাকুরীতে থাকাকালীন তিনি নিজ উদ্যোগে হাজীপুরা বালিকা দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতাসহ লাকসাম-মনোহরগঞ্জের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সফল উদ্যোক্তা ছিলেন।
প্রকাশক: সোহেল মাহমুদ মিলন
Leave a Reply