জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ August 3rd, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 948 বার
বিজয়ের আলো ডেস্ক:
লক্ষ্মীপুরে করোনায় ক্ষতিগ্রস্ত,অসহায়ও শ্রমজীবিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে পুলিশ লাইন্স হলরুমে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এ খাদ্য সামগ্রী বিতরন করেন সংগঠনের সভানেত্রী কাজী বন্যা আহমেদ। উপস্থিত ছিলেন সংগঠনের অন্য নেত্রীরা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, তৈল, আলু, পেয়াজ ও চিনি।
এসময় সভানেত্রী কাজী বন্যা আহমেদ বলেন, করোনা ও লকডাউনের কারনে শ্রমজীবি শ্রমিক ও অসহায় এবং দু:স্তরা কোন কর্ম করতে পারছেনা। তাই সংগঠনের পক্ষ থেকে এসব মানুষদের মাঝে খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেয়া হয়েছে। এটি অব্যাহত রাখার ঘোষনাও দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার ড,এএইচএম কামরুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ,সদর সার্কেল পুলিশ সুপার মিমতানুর রহমান,ডিআইও ওয়ান মো. ইকবাল হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিনসহ পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা।
Leave a Reply