জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ July 31st, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 987 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙ্গে ৩ লাখ ১৬ হাজার ৫০ টাকা লুটের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের আভিযানিক দল। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, চেক বই ও নগদ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ জুলাই) বিকেলে র্যাবের অস্থায়ী কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানায় র্যাব। এর আগে ১৯ জুলাই পৌর শহরের বাইশমারা এলাকার ইসলামী ব্যাংকের এজন্ট ব্যাংকিং শাখার দরজা ও ভল্ট ভেঙ্গে তারা টাকা লুট করে বলে জানায় র্যাব। পরে ব্যাংক কর্মকর্তাদের অভিযোগ ও সিসি টিভির ফুটেজ দেখে তাদের চিঙ্গিত করে সদরের লাহারকান্দি ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় জড়িত আরেকজনকে গ্রেফতার ও লুণ্ঠিত বাকি টাকা এখনো উদ্ধার করতে পারেনি বলেও জানায় র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, লাহার কান্দি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বাবু, মহিন উদ্দিন, রিয়াজ, রাসেল হোসেন।
প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।
Leave a Reply