জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ July 30th, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 1384 বার
রাসেল পরহাদ, রায়পুর (লক্ষীপুর) থেকে:
রায়পুরে যুবকের দাঁত উপড়ে ফেলেছে ৩ চাচাতো ভাই। থানায় মামলা আটক ২।
গঠনাটি ঘটেছে গত ২১ জুলাই রাত ৮ টায় সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের আফসার উদ্দীন মুন্সী বাড়িতে। এ গঠনায় রায়পুর থানায় ২৪ জুলাই একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।
সরেজমিন গিয়ে জানা যায়, একই বাড়ির আপন দুই সহোদর আতরের জামান ও লুৎফুজ্জামানের সহিত দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে দ্বন্ধ চলছিলো। জমির দ্বন্ধ নিরসনে এলাকায় একাধিকবার শালিস হয়। উক্ত দ্বন্ধকে কেন্দ্র করে লুৎফুজ্জামানের পুত্র নুরুল আমিন, হারুন ও মাহবুব গঠনার সময় হাতুড়ি রড ও দেশীয় অস্ত্র নিয়ে গঠনাস্থলে ওঁৎ পেতে থাকে, এ সময় আতরের জামানের পুত্র রিয়াজ হোসেন গঠনাস্থলে এসে পৌঁছলে তার প্রতিপক্ষরা অতর্কিত হামলা চালায়। হামলায় রিয়াজের ৪ টি দাঁত পড়ে পড়ে যায়, বাম কান কেটে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম হয়। রিয়াজের সোর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। মুমুর্ষ অবস্থায় রিয়াজকে প্রমে রায়পুর সরকারী হাসপাতালে, পরে অবস্থার অবনতি হওয়ায় লক্ষীপুর সদর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়।
উক্ত গঠনায় রিয়াজের ভাই সাইফুল বাদী হয়ে, নুরুল আমিন, হারুন ও মাহবুবকে বিবাদী করে ২৪ জুলাই রায়পুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা রায়পুর থানার উপ পরিদর্শক আব্দুল আলিম বলেন, ২৪ জুলাই রাতেই রায়পুর থানা পুলিশ অভিযান চালিয়ে আসামী নুরুল আমিন ও হারুনকে গ্রেফতার করে। গঠনার পর থেকে মাহবুব পলাতক।
Leave a Reply