মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা থেকে:
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কুমিল্লার লাকসামে চলমান লকডাউন বাস্তবায়ন করতে মোটরসাইকেল ও পুলিশ ভ্যান নিয়ে মহড়া চালিয়েছে পুলিশ। শনিবার দিনব্যাপী লাকসাম পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় এ মহড়া চলে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মোঃ মুহিতুল ইসলামের নেতৃত্বে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়াসহ থানার সকল উপপরিদর্শক (এস.আই), সহকারী উপপরিদর্শক (এ.এস.আই) ও পুলিশ কনস্টেবলগণ এ মহড়ায় উপস্থিত ছিলেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মোঃ মুহিতুল ইসলাম বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন বাস্তবায়ন করতে সারা দেশের ন্যায় আমরা লাকসাম পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ মহড়া চালিয়েছি। সরকারি বিধি-নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
প্রকাশক: সোহেল মাহমুদ মিলন
Leave a Reply