মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা থেকে:
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লার বরুড়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার গালিমপুর ইউনিয়ন ও লক্ষীপুর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় সুবিধা ভোগীদের মাঝে তালিকা অনুযায়ী জন প্রতি ১০ কেজি চাউল, ২ কেজি আলু এবং ১ লিটার তৈল সহ অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন গালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন রবিউল আলম, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি অফিসার রবিউল আলতাফ, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ ইলিয়াস মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ মেহেদী হাসান সবুজ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।