মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা থেকে:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের দুস্থ, অসহায়, কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। গতকাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যথাযথ স্বাস্থবিধি মেনে চাল বিতরণ করেন হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
হাসনাবাদ ইউনিয়নের ৬৫১ পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়। এসময় ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
এর আগে গত ৮ জুলাই হাসনাবাদ ইউনিয়নের ৪২৫ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি করে ডাল, লবন ও ২টি করে সাবান দেয়া হয়েছে।
করোনা প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে হাসনাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বলেন, ‘হাসনাবাদের আনাচে-কানাচে অভুক্ত রয়েছে এমন অসহায়-দুস্থ এবং চলমান লকডাউনে কর্মহীন ব্যাক্তিদের তালিকা তৈরী করে আমরা তাদের বাড়িতে সরকারের খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। শেখ হাসিনার সরকার, গরীবের সরকার।’