সুইটি আক্তার মাদারীপুর থেকে:
মাদারীপুরে গত ২৪ ঘন্টায় (৮ জুলাই) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির বাড়ি শিবচর উপজেলায়। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে। এসময় নতুন শনাক্ত হয়েছেন আরও ৪৮ জন। এদের মধ্যে সদর উপজেলায় ১১, কালকিনি ৮, রাজৈর ১৪ এবং শিবচর উপজেলায় ১৫ জন। এসময় সুস্থ হয়েছেন ২৫ জন। জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৪শ’ ১৩ জনে।

মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মাদারীপুরে গত ২৪ ঘন্টায় (৮ জুলাই) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির বাড়ি শিবচর উপজেলায়। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৯ জন । এসময় ১শ’ ৪৫টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন আরও ৪৮ জন। এদের মধ্যে সদর উপজেলায় ১১, কালকিনি ৮, রাজৈর ১৪ এবং শিবচর উপজেলায় ১৫ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের হার ৩৩ দশমিক ১০ ভাগ। জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৪শ’ ১৩ জনে। জেলায় মোট শনাক্তের হার ১৪ দশমিক ৭৯ ভাগ।
সূত্রে আরও জানা যায়, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৫ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৫শ’ ৭২ জন। জেলায় সুস্থতার হার ৭৫ দশমিক ৩৫ ভাগ। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮শ’ ২ জন। এদের মধ্যে সদর হাসপাতালে আইসোলেশনে ১৯ জন এবং হোম আইসোলেশনে ৭শ’ ৮৩ জন চিকিৎসাধীন রয়েছেন। জেলায় মোট ২৩ হাজার ৭৬টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে।