সুইটি আক্তার মাদারীপুর থেকে:
মাদারীপুরের কালকিনি উপজেলা ডাসার থানায় স্বামীর নির্যাতনে হাজেরা বেগম (৩৫)নামে স্ত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ,বুধবার রাতে মাদারীপুরের ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াসার গ্রামের বাবুল আকনের স্ত্রী হাজেরা বেগমকে শারিরীক নির্যাতন করায় গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। হাজেরা বেগমের ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন আহত অবস্থায় উদ্ধার করে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
পরে বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয় । এই ঘটনাটি স্থানীয় প্রভাবশালীরা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন নিহতের স্বজনেরা।

এবিষয়ে ডাসার থানার অফিসার ইনর্চাজ(ওসি) হাসানুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে বলা যাবে মৃত্যুর আসল কারন পুলিশ সেই মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন করবে।