জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ July 7th, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 1221 বার
বিজয়ের আলো ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া ছেয়েছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।
বুধবার (৭ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা এলাকার ৬ শতাধিক অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার পৌঁছে দিয়ে শেখ হাসিনার জন্য দোয়া চান তিনি।
এসময় এমপি নয়ন বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশ ও জনগণের কল্যানে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আপনারা সবাই আন্তরিকভাবে দোয়া করবেন মহান আল্লাহ যেন আমাদের প্রধানমন্ত্রীকে দীর্ঘ হায়াত দান করেন।
রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের আয়োজনে হত দরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া, প্যানেল মেয়র আইনুল কবির মনির ও শিশির পাঠান সহ পৌরসভা কর্মকর্তা-কর্মচারি প্রমূখ।
Leave a Reply