সুইটি আক্তার মাদারীপুর থেকে:
মাদারীপুর সরকার ঘোষিত কঠোর লকডাউনের সময় সদর মোস্তফাপুর বেঁধেপল্লীর কর্মহীন ছিন্নমূল মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। (৬জুলাই) মঙ্গলবার দুপুরে আনসার, বিজিবি, পুলিশ, সদস্যদের সাথে নিয়ে
সদর উপজেলা ইউএনও মোঃ সাইফুদ্দিন গিয়াস এর নেতৃত্বে সদর মোস্তাফাপুর ইউনিয়নের মোস্তাফাপুর কলেজ গেটের পশ্চিম পাশে ২শ’ বেঁধেপল্লীতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন সময়ে ঘর থেকে বের হতে না পারায় কর্মহীন হয়ে পড়েছে বেঁধে পল্লীর ২শ” ছিন্নমূল মানুষ”
সামনে কোরবানির ঈদ উপলক্ষে সরকার ঘোষিত, অসহায় হতদরিদ্র পরিবার সহ ছিন্নমূল মানুষের জন্য ১০ কেজি চাউল, ঢাল ২ কেজি- তেঁল ১ লিটার,আলু সহ খাদ্য সামগ্রী সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের ৬’দিনের দিন প্রথম ‘ মাদারীপুর সদর মোস্তফাপুর কলেজ গেটে ২শ’ বেঁধেপল্লীর ছিন্নমূল মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করার হয়।
এসময় সদর উপজেলা ইউএনও মোঃ সাইফুদ্দিন গিয়াস বলেন, আপনারা করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নের সময় ঘর থেকে বিনা প্রয়োজনে বাহিরে বের হবেন না, অথবা বাহিরে বের হলে মাক্স পড়ুন সচেতন হন দূরত্ব বজায় রাখুন সুস্থ থাকুন।
Leave a Reply