নোয়াখালী | তারিখঃ July 5th, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 1050 বার
সালমা হক রিয়া,নোয়াখালী থেকে:
মহামারী করোনার পরিস্থিতি মোকাবেলা করতে একের পর এক লকডাউন দেয়ার পরও স্বাস্থবিধি না মানায় করোনা পরিস্থিতি ক্রমেই লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। এ কারনে বাধ্য হয়ে আবারও কঠোরভাবে শাটডাউন ঘোষণা করলেন সরকার।
শটডাউন কঠোর ভাবে পালিত করা হচ্ছে প্রশাসন,আর্মি,র্্যাব,বাংলাদেশ পুলিশ, রাস্তায় বিশেষ প্রয়োজন ছাড়া চলাচল নিষিদ্ধ তার পরিপ্রেক্ষিতে অসহায় হয়ে পড়েছে জন সাধারণ, কর্মহীন গৃহ বন্ধী হয়ে পড়েছে হাজারো মানুষ, অর্থ চাহিদার যোগান দিতে পারছে না মধ্য শ্রেণির মানুষ লজ্জায় সহযোগীতা চাইতে পারছেনা এমন অসহায় রয়েছে অগনিত পরিবার।
কঠিন পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসলেন সবার চেনা প্রিয় মুখ জননন্দিত আলোচিত ব্যক্তি নোয়াখালী পৌরসভার মেয়র পদপ্রার্থী লুৎফুল হায়দার লেনিন।
যারা দিনের আলোতে লজ্জায় সাহায্য সহযোগিতা নিতে পারছেনা, লেনিন খবর পেয়ে নিজের নেতাকর্মীদের দিয়ে তিনি নিজ অর্থায়নে পৌর এলাকার মানুষের জন্য রাতের আঁধারে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।
বিগত দিনে তিনি বহুবার মানুষের পাশে দাঁড়িয়েছেন, তিনি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছেন
লুৎফুল হায়দার লেনিন বলেন,আমি শুধু করোনা মহামারী পরিস্থিতি মোকাবেলায় না শুধু পূর্ব থেকে সব সময় আমার পৌর এলাকার জনগনের পাশে ছিলাম ভবিষ্যতে ও থাকবো ইনশাল্লাহ্ । এই করোনা মহামারী একটা বিশ্বযুদ্ধ গোটা পৃথিবী থমকে গেছে কিন্তু শুধু সরকার না বৃত্তবানরা যদি সবাই এগিয়ে আসে তাহলে সংকটময় মুহূর্তে অসহায় হয়ে পড়বেনা সাধারণ মানুষ।
Leave a Reply