চট্টগ্রাম বিভাগ, জেলার খবর | তারিখঃ July 4th, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 847 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষীপুরে নির্দেশনা অমান্য করে বসছে গরু বাজার
করোনার সংক্রমণরোধে চলমান কঠোর লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে পৌর গরহাট বসানো হয়েছে। সেখানে মানা হচ্ছে না কোনো প্রকার স্বাস্থ্যবিধি। ফলে করোনার সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
রবিবার (৪ জুলাই) দিনব্যাপী চলা জেলার অন্যতম বৃহৎ এ হাটে অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সরেজমিনে জানা যায়, সকালে বৃষ্টি উপক্ষো করে হাজারেরও বেশি গরু-ছাগল উঠে হাটে। এখানে গাদাগাদি করেই ক্রেতা-বিক্রেতার অবস্থান ছিল। অধিকাংশ মানুষের মুখে ছিল না মাস্ক।
বিষয়টি নিয়ে পৌর গরু হাটের ইজাদার মোঃ শাহী জানান, আমরা পৌরসভা থেকে কোন নির্দেশনা পাই নি এ কারনে গরুর হাট বসিয়েছি।
Leave a Reply