০৬:০০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন

  • আপডেট: ১১:৫৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • 990

মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা থেকে:
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে শুরু হয়েছে কঠোর লকডাউন। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে।
মাঠ পর্যায়ে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দিনব্যাপী মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে মনোহরগঞ্জ বাজারসহ উপজেলার ১১ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া হোসেন সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বলেন, ‘১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সর্বাত্মক লকডাউন বাস্তবায়নের জন্য সরকারি ভাবে নির্দেশনা দেয়া হয়েছে। এসময়ের মধ্যে জরুরী সেবার আওতাভুক্ত এবং পণব্যাহী গাড়ী ছাড়া সকল প্রকার যানবাহন বন্ধ থাকবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাঁচাবাজার এবং সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার পার্সেলের জন্য হোটেল-রেস্তোরা খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে। এ ছাড়া সকল প্রকার দোকান-পাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

Tag :
সর্বাধিক পঠিত

কমলনগরে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার, নানা অনিয়ম

লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন

আপডেট: ১১:৫৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১

মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা থেকে:
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে শুরু হয়েছে কঠোর লকডাউন। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে।
মাঠ পর্যায়ে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দিনব্যাপী মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে মনোহরগঞ্জ বাজারসহ উপজেলার ১১ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া হোসেন সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বলেন, ‘১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সর্বাত্মক লকডাউন বাস্তবায়নের জন্য সরকারি ভাবে নির্দেশনা দেয়া হয়েছে। এসময়ের মধ্যে জরুরী সেবার আওতাভুক্ত এবং পণব্যাহী গাড়ী ছাড়া সকল প্রকার যানবাহন বন্ধ থাকবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাঁচাবাজার এবং সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার পার্সেলের জন্য হোটেল-রেস্তোরা খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে। এ ছাড়া সকল প্রকার দোকান-পাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’