বিজয়ের আলো ডেস্ক :
সোমবার (২৮ জুন) শপথ নিয়েছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। রোববার (২৭ জুন) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব ছুমিয়া খানমের চিঠির আলোকে সোমবার (২৮ জুন) বিকালে সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শেষ হয়। সন্ধায় নেতা-কর্মীদের নিয়ে ধানমন্ডি -৩২ নাম্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সাংসদ নয়ন।

এসময় উপস্হিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার , চিফ হুইপ , হুইপগণ , লক্ষ্মীপুর-৩ (সদরের) সাংসদ শাহজাহান কামাল , লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) সাংসদ ড: আনোয়ার হোসেন খান, লক্ষ্মীপুরের আওয়ামীলীগ সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু ও রায়পুর উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ প্রমূখ ।

উল্লেখ্য- ২১ জুন (সোমবার) লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জেলা কমিটির সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের সঙ্গে জাতীয় পার্টি (জাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ ফায়েজ উল্যাহ শিপন প্রতিদ্বন্দ্বিতা করেন। বিপুল ভোটে নয়ন বেসরকারিভাবে নির্বাচিত হন। অন্যদিকে জামানত হারান জাপা প্রার্থী শিপন।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের মানব ও অর্থপাচারের অভিযোগে কুয়েতে ৭ বছরের কারা ও অর্থদণ্ড হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করেছিলেন নির্বাচন কমিশন।

শীর্ষসংবাদ