চট্টগ্রাম বিভাগ, জেলার খবর | তারিখঃ June 25th, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 818 বার
বরুড়া (কুমিল্লা) থেকে:
কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.এন.এম মইনুল ইসলামের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বিকেলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি বরুড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়াসভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগ নেতা আবদুল হাকিম, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক ভিপি সেলিম জাহাঙ্গীর, মুজিবুর রহমান, জোহর আলী, পৌর যুবলীগের সভাপতি কামরুল হাসান, সহ সভাপতি খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মোল্লা, সাংগঠনিক সম্পাদক আক্তার ফারুক, সহ-সভাপতি গাজী ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক আনিসুর রহমান সোহেল ও উপজেলা ছাত্রলীগ নেতা জিএম জাহিদুল ইসলাম ও যুবলীগ নেতা নজরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply