চট্টগ্রাম বিভাগ, জেলার খবর | তারিখঃ June 19th, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 869 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর-২ (সদর আংশিক ও রায়পুর) সংসদীয় আসনে উপ-নির্বাচন ও রামগতি কমলনগর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদসহ নির্বাচনি প্রচার-প্রচারণা (১৯ জুন) আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে। সংসদ সদস্য ও চেয়ারম্যান প্রার্থীদের সব ধরনের প্রচারণা বন্ধ হয়ে যাবে।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোটগ্রহণ শুরু হওয়ার ৩২ ঘণ্টা আগে থেকে কোনও প্রচার চালানো যাবে না। আগামী (২১ জুন) সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচনে ভোটগ্রহণ হবে।
শেষ মুহুর্তের প্রচার প্রচারণায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা, সংসদীয় আসনে এ নির্বাচনে আওয়ামীলীগের এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন নৌকা প্রতীক ও জাতীয়পার্টির শেখ ফায়েজ উল্যা শিপন লাঙ্গল প্রতীক নিয়ে এ ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে রামগতি কমলনগর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নয়জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার জানান, শনিবার মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাবে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মাঠে নামছেন। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে তাদেরকে সকল ধরনের নির্দেশনা দেয়া হয়েছে।
নির্বাচনে ভোটগ্রহণ হবে লক্ষ্মীপুর-২ রায়পুর সংসদীয় আসনে ১৩৬ টি কেন্দ্রের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ৬’শ ৬৪জন ও মহিলা ভোটার ১ লাখ ৯৮ হাজার ২’শ ৯৯ জন। মোট ভোটর সংখ্যা ৪ লাখ ২ হাজার ৯’শ ৬৩ জন ভোটার তাদের ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলার রামগতি ও কমলনগর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ব্যালট পেপারের মাধ্যেমে অনুষ্ঠিত হবে।
উল্যেখ্য: লক্ষ্মীপুর-২ আসনের (স্বতন্ত্র ) সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল মানবপাচার ও অর্থ পাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার হয়েছেন। পরে ২০২১ সালের ২৮ জানুয়ারি কুয়েতের আদালতে তার চার বছরের সশ্রম কারাদন্ড ও ৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি কুয়েতের আদালতে দ-িত হওয়ায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে ৩ মার্চ আসনটিতে তফসিল আর ১১ এপ্রিলে উপ-নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনার কারণে পরবর্তীতে ২১জুন নির্বাচন ঘোষণা দেয় নির্বাচন কমিশন।
Leave a Reply