চট্টগ্রাম বিভাগ, জেলার খবর | তারিখঃ June 8th, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 1497 বার
বিজয়ের আলো ডেস্ক:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার থেকে অজ্ঞান করে লাখ টাকা হাতিয়ে নেয়ার সময় নূর মোহাম্মদ সেলিম (৫১) নামে মলম পার্টি চক্রের এক সদস্যকে টাকাসহ আটক করেছে পুলিশ। এসময় ভিকটিম ব্যক্তি জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
আটক নূর মোহাম্মদ সেলিম নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাসিন্দা। মঙ্গলবার (০৮ জুন) দুপুরে চন্দ্রগঞ্জ বাজারস্থ হীরা বিরিয়ানি হাউজ এন্ড মিষ্টি মেলা নামীয় দোকানে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি মলম পার্টি চক্রের মূলহোতা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম মিষ্টি কেনার জন্য ওই দোকানে আসেন। এরপর এক এক করে আরো তিনজন লোক নাস্তা খাওয়ার জন্য একই দোকানে প্রবেশ করেন। একপর্যায়ে জাহাঙ্গীরের সাথে তাদের কথা হয়। এসময় তাদের সঙ্গে থাকা জুসের বোতল থেকে এক গ্লাস জুস জাহাঙ্গীরকে খেতে দেন। এরপর জাহাঙ্গীর কিছুক্ষণের মধ্যে অচেতন হয়ে পড়লে তার সাথে থাকা ১ লক্ষ টাকা সেলিম চক্রটি হাতিয়ে নেয়।
জাহাঙ্গীর পুরোপুরি অচেতন হলেও হীরা বিরিয়ানি হাউজের মালিক মোঃ ফিরোজ ঘটনাটি বুঝতে পেরে ট্রাফিক পুলিশের কনষ্টেবল সফিকুল ইসলামের সহযোগিতায় মলম পার্টির সদস্য সেলিমকে পালিয়ে যাওয়ার সময় আটক করেন। সেলিমের সাথে থাকা অন্য দুইজন ঘটনাটি বুঝতে পেরে আগেই পালিয়ে যায়। পরে তাকে চন্দ্রগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একে ফজলুল হক বলেন, সেলিম মলম পার্টি চক্রের মূলহোতা। তাদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। দীর্ঘদিন ধরে অজ্ঞান করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ছিনতাই কাজে লিপ্ত তারা। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply