১২:০০ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

বরগুনায় মিথ্যা চুরির অপপ্রচার; প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট: ১০:০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
  • 1174

মোঃ জুলহাস মিয়া, বরগুনা থেকে:
ফিশিং বোট থেকে তেল মবিল চুরির অপবাদ দেওয়ায়, ভুক্তভোগির সংবাদ সম্মেলন। সোমবার বিকেল তিনটার দিকে বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় লিখিত বক্তব্যে কাইয়ুম তালুকদার বলেন, বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের আলম মাঝির ফিশিং বোট থেকে তেল মবিল চুরি হয়। সেই তেল মবিল চুরির মিথ্যা অপপ্রচার চালায় আমার নামে। এবং ৭১হাজার ২০০ টাকা আমার কাছে বিভিন্ন জনের মাধ্যমে দাবি করে। আমি এই মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানাই প্রশাসনের কাছে। কায়ুম লিখিত বক্তব্যে আরও বলেন, আমি নিজে আলম মাঝির ভাতিজা সুজনের সাথে কথা বলে জানতে পারি, আলম মাঝির ভাতিজা সুজন নিজেই এই চুরির সাথে সম্পৃক্ত। যার কল রেকর্ড আমার মুঠোফোনে রয়েছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে এই মিথ্যা অপপ্রচার কেন করেছে এর সঠিক বিচার চাই প্রশাসনের কাছে।

Tag :

১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি —-শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বরগুনায় মিথ্যা চুরির অপপ্রচার; প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট: ১০:০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১

মোঃ জুলহাস মিয়া, বরগুনা থেকে:
ফিশিং বোট থেকে তেল মবিল চুরির অপবাদ দেওয়ায়, ভুক্তভোগির সংবাদ সম্মেলন। সোমবার বিকেল তিনটার দিকে বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় লিখিত বক্তব্যে কাইয়ুম তালুকদার বলেন, বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের আলম মাঝির ফিশিং বোট থেকে তেল মবিল চুরি হয়। সেই তেল মবিল চুরির মিথ্যা অপপ্রচার চালায় আমার নামে। এবং ৭১হাজার ২০০ টাকা আমার কাছে বিভিন্ন জনের মাধ্যমে দাবি করে। আমি এই মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানাই প্রশাসনের কাছে। কায়ুম লিখিত বক্তব্যে আরও বলেন, আমি নিজে আলম মাঝির ভাতিজা সুজনের সাথে কথা বলে জানতে পারি, আলম মাঝির ভাতিজা সুজন নিজেই এই চুরির সাথে সম্পৃক্ত। যার কল রেকর্ড আমার মুঠোফোনে রয়েছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে এই মিথ্যা অপপ্রচার কেন করেছে এর সঠিক বিচার চাই প্রশাসনের কাছে।