চট্টগ্রাম বিভাগ, জেলার খবর | তারিখঃ June 6th, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 948 বার
সোহেল মাহমুদ মিলন,লক্ষ্মীপুর ঃ আওয়ামী লীগ সরকার একটানা ১২ বছর ধরে ক্ষমতায় থাকায় সারা দেশে উন্নয়নের জোয়ার বইলেও লক্ষ্মীপুর-২ আসন পিছিয়ে আছে। দলীয় কোন সংসদ সদস্য (এমপি) না থাকায় এ আসনে বিগত সময়ে তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। আগামী ২১ জুন উপ-নির্বাচনে জয়ী হয়ে এমপি হলে উন্নয়নের ছোঁয়ায় এ আসনকে রোল মডেলে পরিণত হবে বলে মন্তব্য করেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রায়পুর-২ (সদর ও রায়পুর) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। শনিবার (৫ জুন) লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে রায়পুর-২ নির্বাচনী আসনের সদর অংশের ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এ আসনের রাস্ত ঘাট, সামাজিক ও ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্ধ আনবো। এ অঞ্চলের দর্শনীয় স্থানগুলোকে পর্যটন কেন্দ্রে রুপান্তর করা হবে। দেশের অন্যান্য আসনের থেকেও এ আসনে এমপি না থাকায় উন্নয়নে পিছিয়ে রয়েছে। আগামী ২১ জুন নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হলে মানুষের কল্যানার্থে সকল উন্নয়নমূলক কর্মকান্ড দ্রুত সম্পন্ন করা হবে।
এডভোকেট নয়ন বলেন, আমি এমপি নির্বাচিত হলে সরকারি কোন বরাদ্ধ (টিআর, কাবিখা), ডিও লেটার, রাস্তা ঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের সুপারিশে কোন কমিশন গ্রহণ করবো না। শুধু তাই নয় সাধারণ মানুষ যাতে আওয়ামী সরকারের প্রধানমন্ত্রীর দেওয়া গভীর নলকূপের পানি বিনামূল্যে পান করতে পারে সেজন্য সরকারি ফি আমিই দিয়ে দিবো। এসময় তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নে বিভিন্ন ঘোষনা দেন।
সভায় নির্বাচনের দিন ভোটারদের উপস্থিত ও জয়ী হওয়ার বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনামূলক আলোচনা করেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. নুরুল হুদা পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক নুরনবী চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন ভূঁইয়া চেয়ারম্যান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম শামছু, দপ্তর সম্পাদক এডভোকেট শ্যামল কান্তি চক্রবর্তী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন সদর থানা আওয়ামী লীগের আহবায়ক মো: হুমায়ুন কবির পাটওয়ারী।
সভায় সদর থানা ৯টি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান-মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে একই দিন সন্ধ্যায় পৃথক অনুষ্ঠানে রায়পুর উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদ। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন। সভায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply