চট্টগ্রাম বিভাগ, জেলার খবর | তারিখঃ June 3rd, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 636 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি :
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে এবার লক্ষ্মীপুরে ২ লাখ ৯৮ হাজার ২৯৭ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৩ জুন বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অবহিতকরণ সভায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন ডা. আব্দুল গাফ্ফার জানান, আগামী ৫ জুন থেকে শুরু হয়ে ১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। এবার লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগর উপজেলা ও লক্ষ্মীপুর পৌরসভায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৩৪০ জন শিশুকে দেওয়া হবে নীল রঙের ভিটামিন ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৬৪ হাজার ৯৭৫ শিশুকে দেওয়া হবে লাল ক্যাপসুল।
জেলার ১৪৮১ টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণপ্রাপ্ত ৬৪২ জন স্বাস্থ্যকর্মী এবং ২ হাজার ৯৬৮ জন স্বেচ্ছাসেবক ও ১৮৪ জন সুপার ভাইজার নিয়োজিত থাকবে বলেও জানান তিনি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদার, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: নাহিদ রায়হান, পরিসংখ্যান বিদ এ এইচ এম ফারুক প্রমুখ। অনুষ্ঠানে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
Leave a Reply