চট্টগ্রাম বিভাগ, জেলার খবর | তারিখঃ May 29th, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 933 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা শহরে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহাজাহান কামালের বাসভবনের সামনে ১১টি দোকান ঘর গুড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার সকালে পৌর শহরের চকবাজার এলাকার এসব দোকান খাস সম্পত্তিতে অবৈধভাবে গড়ে উঠেছে দাবি করে তা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।
তবে ব্যবসায়ীদের দাবি, জেলা পরিষদ থেকে ইজাড়া নিয়ে দোকানঘর নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছিলেন তারা। কোন ধরনের পূনর্বাসন ও ক্ষতিপূরণ ছাড়াই তাদের উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। এসময় ক্ষোভ প্রকাশ করে কান্নায় ভেঙ্গে পড়েন ক্ষতিগ্রস্তরা।
উচ্ছেদ অভিযানের সময় র্যাব, পুলিশ, সড়ক ও জনপথ বিভাগের কয়েকজন সদস্য, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম ও সহকারি কমিশনার (ভূমি) মো. মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। এসময় প্রায় তিন ঘন্টাব্যাপী ভেকু ও বুলডোজার দিয়ে ১১টি দোকান উচ্ছেদ করে তারা।
এসময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন। অনেকে রাস্তায় কান্নায় ভেঙ্গে পড়েন। তারা অভিযোগ করেন, স্থানীয় এমপি’র বাসভবন ও মার্কেটের সামনের রাস্তা পরিস্কার করতে এই অভিযান চালানো হয়। এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমে কোন কথা বলতে রাজি হননি উচ্ছেদ অভিযানে অংশ নেয়া প্রশাসনের কেউই।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দীর্ঘ ৫০ বছর ধরে জেলা পরিষদ থেকে ইজাড়া নিয়ে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছিলেন তারা। হঠাৎ ২০১৭ সালের দিকে সড়ক প্রশস্থ করণের নামে তাদের ইজাড়া নবায়ন বন্ধ করে দেয় জেলা পরিষদ। এরপর গত ২৭ মে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের নোটিশ পান তারা।
এ ব্যাপারে জানতে চাইলে উচ্ছেদ অভিযানে আসা নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা গণমাধ্যমের সাথে কোন কথা বলতে রাজি হননি। তবে জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান মুঠোফোনে জানান, রাস্তা প্রশস্ত করণের দাবির প্রেক্ষিতে জনস্বার্থে ৪ শতাংশ জমির জন্য সড়ক ও জনপথ বিভাগের আবেদন গ্রহণ করে জেলা পরিষদ। রাস্তা ছাড়া বাকি সম্পদ জেলা পরিষদেরই মালিকানাধীন থাকবে বলে জানান তিনি।
Leave a Reply