চট্টগ্রাম বিভাগ, জেলার খবর | তারিখঃ May 19th, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 997 বার
এ আর আজাদ সোহেল,নোয়াখালী থেকেঃ
নোয়াখালী সোনাইমুড়ীর নাটেশ^রী ইউনিয়নে আব্দুল্ল্যার হাট বাজার এলাকায় জায়গা জমি বিরোধের জের ধরে নুরনবী নামের এক স্কুল শিক্ষককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
গতকাল রাতে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ^র ইউনিয়নের আব্দুল্ল্যার হাট বাজারে তিন রাস্তার মাথায় চা দোকানের সামনে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয় লোকজন এসে তাকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আহত নাটেশ^র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
আহত নুরনবী মাস্টার জানান, আমি ও আমার পরিবার র্দীঘদিন ধরে পৈত্রিক সূত্রে জমিতে বসবাস করে আসছি। আমার চাচাতো ভাই জসিম তার সকল সম্পত্তি বিক্রি করে দিয়ে এখন আমার কাছে জমি পাবে বলে দাবী করে আসছে। মূলত সে আমার কাছে কোন জমি পাবে না। হঠাৎ করে গত সোমবার তার ২ ছেলেসহ আরো ১০/১৫ জন লোকজন লোক নিয়ে সামনে এসে জমি পাবে আমার উপর অর্তকিতভাবে হামলা চালায়। এঘটনায় সোনাইমুড়ী থানায় মামলা হয়েছে। গতকাল রাতেও তারা আমার উপর পূর্বপরিকল্পিত ভাবে আবারোও হামলা চালায়। এঘটনায়ও মামলার প্রস্তুতি চলছে।
সোনাইমুড়ীর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ গিয়াস উদ্দিন জানান, ঘটনাটি শুনেছি, লিখিত অভিযোগ ফেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply