চট্টগ্রাম বিভাগ, জেলার খবর | তারিখঃ May 18th, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 900 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি :
সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও আটকের প্রতবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ মে) বিকেল ৫ টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে প্রথম আলো বন্ধু সভা জেলা কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল মালেক, প্রথম আলোর রায়পুর প্রতিনিধি এবিএম রিপন, লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি কাজল কায়েস, সাংবাদিক কামাল হোসেন, যমুনা টিভি প্রতিনিধি আনিস কবির, বন্ধুসভার জেলা সভাপতি সান্তুনু দাস, সাধারণ সম্পাদক এডভোকেট অনিম জোবায়ের,রাজিব হোসেন রাজু প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও আটকের ঘটনা ন্যাক্কারজনক। দ্রুত তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
Leave a Reply