লক্ষ্মীপুর প্রতিনিধি:
‘ঈদের আনন্দ কেউ উপভোগ করবে, কেউ বঞ্চিত হবে, তা হবে না।’ মহামারির এ ক্লান্তি লগ্নে নদী ভাঙা অসহায়দের ঈদের আনন্দ দিতে লক্ষ্মীপুর পুলিশ সুপারের পক্ষ থেকে ঈদ বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সুতারগোপটা এলাকায় এ ঈদ উপহার বিতরণ করেন পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান মিয়া, লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ ওসি জসিম উদ্দিন, সুতারগোপ্টা ফাইভ স্টার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ নোমান ছিদ্দীকী।

পুলিশ সুপার ড.এএইচ এম কামরুজ্জামান বলেন, করোনার এ সময় নদী ভাঙা অসহায় মানুষগুলো চরম কষ্টে দিনযাপন করে। ঈদের এ মুহূর্তে তারাও যেন বঞ্চিত না হয় সে জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ক্ষুদ্র প্রয়াস। এতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শাড়ি, লুঙ্গি ও খাদ্য সামগ্রী অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। আগামীতে এ ত্রাণ সহায়তা বিতরণ অব্যহত থাকবে বলে জানান তিনি।