চট্টগ্রাম বিভাগ, জেলার খবর | তারিখঃ May 4th, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 1109 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে ৫ কেজি গাঁজাসহ মোঃ বাবুল হোসেন (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লক্ষ্মীপুর মডেল থানা পুলিশ। আটক বাবুল হোসেন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করে।
বাবুল হোসেন নোয়াখালীর হাতিয়া থানার আফাজিয়া বাজার এলাকার মো. সেলিম উদ্দীনের ছেলে বলে নিশ্চিত করেন লক্ষ্মীপুর মডেল থানার ওসি জসীম উদ্দীন।
ওসি জসীম উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃজেলা এক মাদক ব্যবসায়ী গাঁজা পাচারের উদ্দেশ্যে লক্ষ্মীপুর আসে। এ খবরের ভিত্তিতে পুলিশ ওঁতপেতে থাকে এবং গাঁজা নিয়ে আসার সঙ্গে সঙ্গে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলেও তিনি জানান।
ওসি জসীম উদ্দীন আরো বলেন, এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা হয়েছে।
Leave a Reply