জেলার খবর, ঢাকা বিভাগ, বিশেষ সংবাদ | তারিখঃ May 2nd, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 1280 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর জেলা এক্স-ক্যাডেট এসোসিয়েশনের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ্য নারী পুরুষের মাঝে সেমাই, চিনিসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে চন্দ্রগঞ্জস্থ একটি কিন্ডার গার্টেন মিলনায়তনে এসব সামগ্রী দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন- চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একে ফজলুল হক।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- জেলা এক্স-ক্যাডেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মহিন উদ্দিন বুলু, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট সামছুল হক সামছু, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, এক্স-ক্যাডেট জেলা কমিটির উপদেষ্টা হাবিবুর রহমান, এক্স-ক্যাডেট ও বিশিষ্ট ব্যবসায়ী জয়দেব নাথ, সাংবাদিক সোহেল মাহমুদ মিলন ও মো. আলাউদ্দিন প্রমুখ।
জেলা এক্স-ক্যাডেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মহিন উদ্দিন বুলু বলেন- প্রতিবছরের ন্যায় এবারো আমরা ঈদ উপলক্ষে ২ শতাধিক অসহায় ও দুস্থ্য নারী-পুরুষের মাঝে পর্যায়ক্রমে সেমাই, চিনিসহ বিভিন্ন উপকরণ বিতরণ করবো।
Leave a Reply