গনমাধ্যম, চট্টগ্রাম বিভাগ, জেলার খবর | তারিখঃ April 29th, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 1053 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন গ্রীণ ক্যাবল নেটওয়ার্ক এর স্বত্বাধিকারী ও সম্ভাব্য মেয়র প্রাথী আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। (২৯ এপ্রিল) বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাব হল-রুমে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সাধারণ সম্পাদক আবদুল মালেক, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভূলু. জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন ও হাবিবুর রহমান সবুজ, সাইদুল ইলাম পাবেল, আফরোজা আক্তার রাঙ্গা ও আনোয়ার রহমান বাবুলসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।
অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, সাংবাদিকরা হচ্ছেন দেশ ও জাতির বিবেক। সাংবাদিকরা আছে বলেই আজও দেশে সভ্যতা টিকে আছে। তাদের নিখুঁত লিখনির মাধ্যমে দেশ ও জাতি সামনে দিকে অগ্রসর হবে বলে বিশ্বাস রাখি। আগামী দিনে জেলায় কর্মরত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লিখুনির মাধ্যমে লক্ষ্মীপুরবাসী আরো উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় ইফতার মাহফিলে উপস্থিত থাকায় সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
Leave a Reply