লক্ষ্মীপুর প্রতিনিধি: করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে থাকা ‍কৃষকদের পাশে দাঁড়িয়েছে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ। ধান কাটার শ্রমিক না পেয়ে অসহায় অবস্থায় পড়া কৃষকের সাহায্য করছেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের কর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও জেলা ছাত্রলীগের সার্বিক তত্ত্বাবধানে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সদস্যরা ধান কেটে কৃষকের ঘরে তুলে দেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বসুদুহিতা গ্রামের কৃষক মৃত রুহুল আমিনের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়ে ধান কাটা কর্মসূচির সূচনা করেন চন্দ্রগঞ্জ ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে কৃষকের পরিবার খুশি হয়ে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ ও চন্দ্রগঞ্জ থানার ছাত্রলীগের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় ধান কেটে কৃষকের ঘরে তুলেদেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি রাজিবুল ইসলাম নিশান, ছাত্রলীগ নেতা শাহ পরান শাকিল, কাউছার আহাম্মদ রিয়াজ, এম. সজিব প্রমূখ।

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলু জানান, ‘দেশের ক্রান্তিকালে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি আমরা। আমি চন্দ্রগঞ্জ থানার ছাত্রলীগের আওতাধীন ৯টি ইউনিটকে ইতোমধ্যে নির্দেশ দিয়েছি। তারা স্ব-স্ব ইউনিটের উদ্যোগে যার যার নিজেদের এলাকায় অসহায় কৃষকের পাশে দাঁড়াবে। আমারা ছাত্রলীগ এই কার্যক্রম অব্যাহত রাখবো।